কুকুর-বিড়াল ভালোবাসা ভালো কথা নয়
এই কথাটা অনেকদিন ধরে কিছু মানুষ বলছে। এতো নীরস কথার আর কতটুকু পাত্তা দেয়া যায় জীবনে বলে দূরেই আসন দিয়ে রেখেছে লোকে।
আঁচড় দেবে, কামড়াবে, রোগ ছড়াবে সেসব কারনে আসেনি কথাটা। পোষা প্রাণী মানুষে-মানুষে সম্পর্কে গভীর প্রভাব ফেলে।
কয়েকদিন আগে র্যাপিডফায়ার খেলতেখেলতে এক নারী আমাকে জিজ্ঞেস করলেন যে 'মানুষের সাথে মানুষের সম্পর্ককে কীভাবে দ্যাখেন?'
বললাম বড় চেঞ্জ এজেন্ট হিসেবে দেখি। আপনার প্রোফাউন্ড রূপান্তর ঘটাতে পারে। সে সোজা বলে দিলেন উত্তর নিচ্ছেন তবে পছন্দ হয়নি কথাটা।
যে মেয়ের পোষা প্রাণী আছে তার সংসারে মনোযোগ অন্যরকম হবে বলে জোনাথান সাফরান ফয়ের এর 'ইটিং এনিমালস' বইয়ে আছে। অন্যরকম মানে কমবে বুঝিয়েছিলেন হয়তো। কিন্তু, প্রথমলাইনের 'ভালো কথা না' বলা সেজন্যে না।
এজন্যে যে পোষা প্রাণীর নিরবচ্ছিন্ন নির্বিচার ভালোবাসা অজান্তে এমন একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে ফেলে যে অন্য সম্পর্কও ঐ কুকুরবিড়ালের সাথে সম্পর্ক দিয়ে মাপতে শুরু করে মানুষ।
আরেকজন মানুষ কেবল আরেকজন প্রাণী না, সে এযাবৎকালের সমস্ত মানুষের সম্ভাবনার সমষ্টি। বিড়ালকেও সেভাবে সংজ্ঞায়িত করতে পারেন, কিন্তু কিচ্ছু আসে যায়না; জাভেদ হুসেন যেমন সুন্দর করে বলেন যে একটা বাবুই পাখি পাচহাজার বছর আগে যেভাবে বাসা বেধেছিলো আজও সেভাবে বাধে, মানুষ কি তাই?
মানুষ সৃজনশীল, তার অরুচি ধরে, বোরডোম কাজ করে— সে স্বর্গ না চিনতে পারে, পরিবর্তন সাম্রাজ্য তার আপন—এবং আশ্চর্য শক্তি নিয়ে সে আরেকজনের চোখে চোখ রাখতে পারে।
এই চোখে চোখ রাখা আক্ষরিকের চেয়ে বড় কিছু। কারন মানুষের বিস্তৃত ভাষা আছে, চোখ সেখানে টুল। ভাষা মানে কথা, শব্দ, ঈশ্বর বা নীরবতা বা কেবল হাওয়ার চলাফেরা যা শ্রেষ্ঠ আয়না হয়ে উঠতে পারে।
গ্রীক মিথে এই আয়না অনন্য। সেই জন্যে আমরা এখনো সোফিস্ট কারা ছিলো জানতে চাই, সক্রেটিসের ডেলফির মন্দিরে যাওয়া নিয়ে কৌতূহলের শেষ নেই, প্লেটো কেন শাসনই করতে চায় ভেবে মরি।
পোষা কুকুর-বিড়াল-খরগোশ যদি এই সমস্ত সম্ভাবনা ভুলিয়েভালিয়ে মানুষে-মানুষে সম্পর্ককে মানুষ বনাম পোষা প্রাণীর সম্পর্কে নামিয়ে আনতে চায় আপনি কি তা এলাউ করবেন?
করবেননা দয়া করে।
"একটি নির্বোধ তরুণীর সাথেও আধ ঘণ্টা কাটালে যে-জ্ঞান হয়, আরিস্ততলের সাথে দু-হাজার বছর কাটালেও তা হয় না।"
এই আপ্তবাক্যের অর্থ নারীভোগ মাহাত্ম্য না। এরিস্টটলচর্চা নিরর্থক বলাও না। বরং বলা যে সম্পর্ক গভীর পরিবর্তনের নিয়ামক। আপনি যতোটা ভাবেন তার চেয়ে বড় নিয়ামক।